Berlin এর এক মধ্য বয়সি লোক আমাকে জিজ্ঞাসা করলেন আমার কাছে সব চেয়ে কষ্টকর সময় কখন? প্রশ্নটা একটু জটিল তাই পেছিয়ে কথা গুলু না এসে সহজ সরল ভ্যাবলার মত অনুভূতি জেগে উঠল। এই প্রশ্ন টা বার বার আমার মনে গুরপাক খাঁয়। আবার আমাকে অনেকেই প্রশ্ন করে। মাঝে মাঝে এত অদভূত ভাবে প্রশ্ন করে মনে হয় সবকিছু মাথার উপর দিয়ে চলে যায়। কিছুদিন আগে একটা মুদির দোকানের সামনে দেখি দুজন ভদ্র লোক খুব উত্রেজিত হয়ে একজনে আরেক জনকে Dialectic Method অবলম্বন করছেন।
Dialectic শব্দটি গ্রিক 'dia+legein' কথা দুটি থেকে উদ্ভূত, যার সহজ তাৎপর্য হলো কথোপকথনের মাধ্যমে কোন পরস্পরবিরোধী বিষয় সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়া। অ্যারিস্টটল এ শব্দটির উদ্ভাবক হিসেবে স্টোয়িক দর্শনের প্রবক্তা যেনো (Zeno: 340-265 B.C) এর কথা উল্লেখ করেছিলেন। অনেক্ষণ লোকটির দিকে তাকিয়ে থাকলাম দেখতে দেখতে মনে হল। সক্রেটিস এরুপ সংলাপ এতই দক্ষ ছিলেন যে, তার কাছে প্রতিপক্ষকে অবশ্যম্ভাবীরুপে পরাজয় স্বীকার করতে হতো এ কারণে এ পদ্ধতিটিকে অনেকে যুক্তি প্রয়োগের অন্যতম একটি কৌশল বলে গণ্য করেছেন এবং ব্যাপকভাবে জ্ঞান আহরনের পদ্ধতি হিসেবে নির্দেশ করেছেন। এই সবকিছু মাথার চতুর পাশে গুরুপাক খাচ্ছে। একের পর এক চিন্তা মাতায় গুরে কিন্তু ঐ লোক গুলু কোনো ভাবেই সিন্ধান্তে উপনিত হতে পারছে না। আমার জন্য যে প্রশ্ন টা করা হয়েছে সেটি যুদি ও Individual ভাবে ছিল। কিন্তু উওরটা সবার ক্ষেত্রে আমি Express করি। উওর টা ছিল ঠিক এই রকম (এই পৃথিবী ছেড়ে যখন চির বিদায় নেয় কোনো একটা মানুষ, তখন মনে হয় লোকটি একা কষ্ট পায় নাই। পুরু জাতি কষ্ট পেয়েছে। কারন তাকে বাঁচাবার জন্য সবার্থ চেষ্টা ব্যার্থ। এবং সে আমার মতই একজন মানুষ তার বিদায় আমার বিদায়ের ও পদ্ধতি অবলম্বন করতে হবে। সে ক্ষেতে এই কষ্ট সত্যিই সয্য করার মত না।)
0 Comments