রং বদলে রঙ্গলিলার দেশে সন্ন্যাসী


মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে কথা হয় তারা এমন ভাবে গুছিয়ে কথা গুলো বলে শুনে মনে হয় যদি এরা লেখালেখি করে তাহলে খুব বড় মাপের লেখক হত। তবে মঝার ব্যাপার হচ্ছে ওরা শুধু গুছিয়ে কথা বলতে পারে গুছিয়ে লিখতে পারে না। এমন কিছু মানুষের সাথে কথা বলতে মাঝে মাঝে সবারই মন চায়, তবে দূর ভাগ্য বসত তাদের খুঁজে পাওয়া খুব জঠিল। হয়ত হঠাৎ কোনো এক ঝরে আকাশটা কাল মেঘে ডেকে আছে ঠিক এমনই সময় বেখেয়ালি মনে একটা ছোট্ট কুঁড়েঘরে দেখা পেতে পারও। আবার হয়ত BS Point এ একা বসে বাম হাত দিয়ে ছিগারেট খাচ্ছে আর অপেক্ষায় আছে কখন সন্ধ্যা হবে। মাঝে মাঝে আমি নিজে ও তাদেরকে খুঁজি কখনও BS Point আবার কখন ও চাঁয়ের টঙ্গীতে কিন্তু কোথাও খুঁজে পাইনা। তাদের সাথে কাঠানো কিছু সময়ের জন্য ভূলে যাই যে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, ভূলে যাই পৃথিবীর সব ব্যাস্ততা, মনের সকল কষ্ট কিছু সময় এর জন্য হারিয়ে যায়। কোনো এক অজানা জায়গায়।

Post a Comment

0 Comments