প্রতিদিন লক্ষ কোটি টাকার লেনদেন সর্বস্থলে মানুষের সাথে ভিক্ষুকদের। কর্মকে গুরুত্ব না দিয়ে ভিক্ষা এখন পেশাহিসাবে চালিয়ে যাচ্ছে দেশের এক শ্রেণির কুলাঙ্গার মানুষরা। ভিক্ষা বৃত্তির মতো জনপ্রিয় পেশা বাংলাদেশে একটিও নেই। বিনা পরিশ্রমে আরামে রাস্তাঘাটে বসে ভিক্ষা করার মতো সুখ পৃথিবীতে আর কি আছে। তাই তো যে দিকে তাকাই শুধুই ভিক্ষুক দেখি। আমি বুঝিনা এতো ভিক্ষুক বাংলাদেশে কোথা থেকে আসে। ট্রেন ষ্টেশন, বাস ষ্টেশন, এয়ারপোর্ট, হাসপাতাল, স্কুল কলেজের সামনে, মাজার, বাড়িতে, রাস্তা ঘাট কোথায় ভিক্ষুক নেই। কতো রকমের ভিক্ষুক যে সিলেট শহর সহ পুরো বাংলাদেশে আছে সঠিক পরিসংখ্যান কারো জানা নেই। তবে এটাও কিন্তু সত্য বাংলাদেশে ভিক্ষুকদের যে আয় রোজগার তার এক তৃতীয়াংস হয়তো দৈনিক খেটে খাওয়া কুলি মজুরদের নেই। কোন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের নেই। যে কিনা সামান্য নির্দিষ্ট আয়ের জন্য সারাদিন কাজ করে।
একটা কথা মনে পড়ে গেল ভারতে হায়দ্রাবাদের যে নিয়ম করা হয়েছিল গত ১৫ ডিসেম্বর তা একেবারে উপযুক্ত ছিল। হয়ত সেটা ইভাঙ্কা ট্রাম্পের সফরকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়েছিল তবে আমি মনে করি এটা প্রতিটি শহরে সর্বক্ষণ প্রণীত থাকা উচিৎ।
0 Comments