প্রযুক্তির ছোঁয়ায় প্রকৃতি বিলুপ্ত

প্রযুক্তির ছোঁয়ায় প্রকৃতি বিলুপ্ত

যন্ত্রকে ভালবাসতে গিয়ে
আমরা নিজেরা হয়েগেছি যন্ত্র।
দূরকে করেছি নিকট
আপন কে করেছি পর।
প্রযুক্তির ছোঁয়ায় আমরা সভ্য জাতি অসভ্য। আমরা নিজেরা নিজেদের মাঝে গৃহবন্দি। যন্ত্রের গ্লাসের দিকে তাকিয়ে কেটে যায় আমাদের ঘন্টার পর ঘন্টা সময়। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমির ঢল কোথায় নেমেছে আমার আর তার কোন খবর রাখি না।

যন্ত্রের গ্লাসের দিকে তাকিয়ে আমরা ব্যস্ত।
দেখা হয়নি চোখ মেলিয়া প্রকৃতি,
দেখা হয় না নবান্নের মটর শুটির মাঠ।
হেমন্তের শীতের সকালে,
প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি।
দেখা হয় না ধান সিঁড়ি নদীর তীর,
শেষ বিকেলের গোধূলি।
নদীর বুকে ঢেউ খেলা উড়ে যাওয়া গাঙচিল।

এই সব কিছু আজ চার দেয়ালে যন্ত্রের ভিতরে হাতের মুঠোয় বন্দি দেখতে চাইলে ও ইচ্ছে হয় না। প্রযুক্তির পেছনে ছুটতে গিয়ে তরুণ প্রজন্ম ইন্টারনেটের জগতে যন্ত্রের ভেতর মাতাল, খেলার মাঠ হয়েগেছে বেডরুম।নিঃশ্বাস ফেলতে ভয় হয় যে পরিমান গাছ কাটা হচ্ছে, বনভূমি উজাড় হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর পরিমান যে পরিমাণে বাড়ছে তাতে আমার ভয় হয়, যেন আমাদের এই সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে না যায়। তরুণরা ভালবাসে যন্ত্রকে প্রকৃতিকে নয়। তরুণ প্রজন্ম গাছ লাগাচ্ছেনা বরং ধ্বংস করছে।

Post a Comment

0 Comments