ধাপে ধাপে প্রযুক্তিশীল হচ্ছে সমাজ এর সাথে মানুষের আচরণ ও বেশ উন্নতির দিকে যাচ্ছে। যেমনটা আগে কার দিনে বলতে অসাবাবিক হত, এখন খুব সহজ। কাউকে ফাঁদে ফেলতে ও বেশ একটা কঠিন না। কারণ আচরণের কৌশল বেশ ভালই জানা। ফলে সুশীল সমাজের মানুষ এখন অশ্লীল সমাজের মানুষ।
বর্তমান সমাজের যারা ফাঁদে ফেলার কৌশল ভালই জানা তারাই সুশীল সমাজের মানুষ। আর যারা সাদা মনের মানুষ তারা অশ্লীল সমাজের মানুষ। অর্থাৎ এই সমাজে তাদের বোকা বলা হয়। আসলে কি তারা বোকা, না! বর্তমান সমাজের সুশীল মানুষগুলো। বর্তমান সমাজের প্রযুক্তি আসলে মানুষকে ফাঁদে ফেলার একটা পথ করছে তা এই হাদারাম মানুষগুলো একটু ও বুঝবে না। কারণ সমাজ তাকে বেশ শ্রদ্ধা করে। যখন সে বৃদ্ধ হবে, তখন তার এই সময় এর কথা মনে পড়বে তখন আফসোস করবে। এবং সবাইকে বলবে তোমরা ভুল পথে হাটছো।কিন্তু কেউ তাকে গুরুত্ব দিবে না। প্রতিটি মানুষের গুরুত্ব একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে। আর সেই সময় মানুষ সব ভুলে যায়, আবার সব গুরুত্ব যখন চলে যায় তখন তার সব মনে পড়ে। তাই সময় কে মূল্য দেও সময় তোমাকে মূল্য দিবে।