নিজস্ব প্রতিবেদক : পীরের নাম করে জন সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলে হাতিয়ে নিচ্ছে বড় অংকের টাকা। ধর্ম নিয়ে খেলা নেড়া করছে এই ভন্ড পীরেরা। মুরিদ নামে একটি শব্দ ব্যবহার করে হ্যাকার এর মত হাতিয়ে নিচ্ছে ভন্ডরা। তারা কি ভাবে ধর্মকে নিয়ে, আর এটাই কি যে মানুষ ধর্ম নিয়ে সাধারণ জ্ঞান টুকু লাভ করেনা। এরা শুধু জুমার দুই রাকাত নামাজ পড়ে, আর বাড়িতে চলে আসে এরাই হচ্ছে মূল ভন্ডামীর পন্থা, এরাই মুরিদ হয়ে আরও কিছু মানুষকে আমন্ত্রণ করে। তাদের জন্য আজ এই মুসলমানদের এই অবস্থা। এরা দুই রাকাত নামাজ পড়ে কি বুঝাতে চায় তা তারা নিজেরা ও জানে না। ধর্ম এমন একটা বিষয় যার মধ্যে শিখ থাকবে না। শুধু এক আল্লাহর বিশ্বাস থাকতে হবে।বিশ্বাস থাকতে হবে এই পৃথিবীতে আল্লাহ আমাদের কে পরিয়েছেন, শুধু তার ইবাদত করার জন্য আর কারো ইবাদতের জন্য না। তুমি একজন মানুষ এবং ওই যে পীর তিনি একজন মানুষ,তাহলে মানুষ হয়ে মানুষের কাছে কি চাওয়ার আছে। নিজের জ্ঞান একটু ব্যবহার করুন, তা হলে পীরের পিছনে না ছুটে ইবাদতের পিছনে ছুটবে। পৃথিবীতে সবাই স্বাধীন এটা আমরা জানি তবে এটাও আবার কিছু মানুষ জানেনা।
এটা মনে রাখবেন ভাগ্য তোমার হাতে না। কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে, ভাগ্য সিদ্ধান্ত নেয় না, তবে তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে।