চরম দূর্বোগে আছে সিলেট নগরীর বিশ হাজার মানুষ।


ডেস্ক রির্পোট :  রাস্তা ভাঙ্গা কারণে সিলেট নগরীর শিববাড়ী এলাকার জৈনপুর ও চাঁন্দাই এ বসবাসরত প্রায় বিশ হাজারের ও বেশি লোক চরম দূর্বোগে আছেন। এ এলাকার বসবাসরত ছাএ শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সময়ে কর্মস্থলে পৌছেতে পারেন না।এলাকার রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে এদিকে গাড়ি ঠিকমত চলাচল করতে পারে না। রাস্তা ভাঙ্গা কারণে তাদের যাতায়াত করতে বিষণ কষ্ট হচ্ছে। বসবাসরত এলাকার মানুষ রাস্তার অভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ রাস্তা নির্মাণ করার জন্য যদিও স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্ব  শীলরা, আশ্বাস দেন কিন্তু এখন পর্যন্ত কোন কাজ করতে দেখা যায় নি।